বারবার বৃষ্টির বাধা, খেলা বন্ধ

টসের পরপরই ডানেডিনে বৃষ্টি নামে। তাতে প্রায় ১ ঘণ্টা সময় নষ্ট হয়। ফলে ম্যাচের দৈর্ঘ্য কমে নেমে আসে ৪৬ ওভারে। বৃষ্টির পর ব্যাট করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় নিউজিল্যান্ড। শরিফুলকে প্রথম বলে চার মেরে শুরু করেন উইল ইয়াং। পরের বল প্রান্ত বদল হয়। স্ট্রাইকে এসে প্রথম বল ছেড়ে দেন রাচিন। পরের বলটি অফ স্টাম্পের একটু বাইরের বল ব্যাটে কানা ছুঁয়ে উইকেটরক্ষকের হাতে যায়। এক বল বিরতি দিয়ে শরিফুল উইকেট নেন আরও একটি। এবার অফ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাওয়া বল ডিফেন্ড করতে গিয়ে দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন হেনরি নিকোলস। প্রথম ওভারে ২ উইকেট হারিয়ে ৫ রান করে নিউজিল্যান্ড। এরপর উইল ইয়াং ও টম লাথামের জুটি পঞ্চাশ ছুঁয়ে ফেলে। মাঝে আরেক দফা বৃষ্টিতে ম্যাচ চলে আসে ৪০ ওভারে। বৃষ্টির পর খেলা শুরু হলেও জুটি ভাঙতে পারেনি বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯ ওভার দুই বলে ২ উইকেট হারিয়ে ১০৮ রান করেছে নিউজিল্যান্ড। এখন আবার এসেছে বৃষ্টি। তাতে তৃতীয়বারের মতো বন্ধ আছে খেলা। শঙ্কা আছে আরও ওভার কমার।

0 Comments

Your Comment