অবশেষে চূড়ান্ত হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর দিনক্ষণ। সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ ডিসেম্বর শুরু হবে বিপিএলের ১১তম আসর। আর আগামী বছরের ৭ ফেব্রুয়ারি ফাইনালের দিন চূড়ান্ত করা হয়েছে। বুধবার বিসিবির বোর্ড সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এই টুর্নামেন্টে পুরোপুরি ই-টিকিটের ব্যবস্থা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবারের বিপিএলে তিনটি নতুন ফ্র্যাঞ্চাইজিসহ মোট ৭ দল অংশ নেবে। এ ছাড়া বুধবার ফারুক আহমেদের নেতৃত্বাধীন বোর্ডের পঞ্চম সভার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১১ পরিচালকের সদস্যপদ বাতিলের খবর জানানো হয়েছে। এর মধ্যে আছেন সর্বশেষ সভাপতি নাজমুল হাসানও। এর বাইরে তিনজন পরিচালকের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। এ ছাড়া আলমগীর হোসেন মারা যাওয়ায় সব মিলিয়ে ১৫টি পরিচালক পদ শূন্য হয়েছে।
0 Comments
Your Comment