বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের দামামা ইতোমধ্যেই বেজে উঠেছে। হোম অব ক্রিকেট মিরপুরে ৪ ম্যাচ-ডে শেষে দু'টি পাতার এক কুঁড়ির শহর সিলেটে যাবে বিপিএল। সিলেট পর্বের ম্যাচগুলোর টিকিট মূল্যও জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাত্র ২০০ টাকা খরচ করেই বিপিএলের ম্যাচ দেখতে পারবেন সিলেটের সমর্থকরা। আর এক টিকিটেই উপভোগ করা যাবে দিনের দু'টি ম্যাচ। এই মূল্যে ওয়েস্টার্ন গ্যালারি এবং অনিন্দ্য সুন্দর গ্রিন গ্যালারিতে বসে ম্যাচ উপভোগ করা যাবে। এ ছাড়া ইস্টার্ন গ্যালারি ৪০০ টাকা, ক্লাব হাউজ ৮০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট ২ হাজার ৫০০ টাকায় কিনতে পারবেন দর্শকরা। আগামী ২৪ জানুয়ারি থেকে পাওয়া যাবে সিলেট পর্বের টিকিট। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত টিকিট বিক্রি চলবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশাপাশি নগরীর রিকাবিবাজারে অবস্থিত সিলেট জেলা স্টেডিয়াম থেকে সশরীরে কেনা যাবে টিকিট। এ ছাড়া একইদিন থেকে অনলাইনেও টিকিট পাওয়া যাবে। অনলাইনে টিকিট কেনার পর তা জেলা স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে সংগ্রহ করতে হবে।
0 Comments
Your Comment