যুব বিশ্বকাপ খেলতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছেড়েছে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। টাইগার যুবাদের সামনে এবার শিরোপা পুনরুদ্ধারের অভিযান। দক্ষিণ আফ্রিকায় আগামী ১৯ জানুয়ারি শুরু হবে যুব বিশ্বকাপের এই আসর। এই বিশ্বকাপে অংশ নিতে রবিবার দিবাগত মধ্যরাতে (রাত ১টা) দেশ ছেড়েছে টাইগাররা। জুনিয়র টাইগারদের প্রাথমিক গন্তব্য জোহান্সবার্গ। সেখান থেকে তারা যাবে পচেফস্ট্রুমে। সেখানে ১১ জানুয়ারি পর্যন্ত চলবে কন্ডিশনিং ক্যাম্প। ১২ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে টাইগারদের। ব্লুমফন্টেইনে টুর্নামেন্টের দ্বিতীয় দিন বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে যুবারা। একই মাঠে ‘এ’ গ্রুপে বাংলাদেশ পরের দুই ম্যাচে ২২ জানুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে এবং ২৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে।
0 Comments
Your Comment