বিসিবির অভিযোগ ‘পূর্বপরিকল্পিত’, বিবৃতিতে হাথুরুসিংহের দাবি

জাতীয় দলের ক্রিকেটারের সঙ্গে অসদাচরণ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রধান কোচের পদ থেকে চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার তাকে ৪৮ ঘণ্টার শোকজ নোটিশ দেওয়ার কথা জানান বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সেই নোটিশের জবাবও নাকি দিয়েছেন লঙ্কান এই কোচ। তবে বিসিবি এখনও কিছু জানায়নি। এরমধ্যেই গণমাধ্যমে এক দীর্ঘ বিবৃতি পাঠিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন হাথুরু। তার দাবি, তার বিরুদ্ধে সব অভিযোগ বিসিবির সাজানো ও পূর্বকল্পিত। বিবৃতিতে চন্ডিকা হাথুরুসিংহে লিখেছেন-‘২০২৩ বিশ্বকাপের ম্যাচ চলাকালে একজন খেলোয়াড়কে লাঞ্ছিত করা এবং অনুমতি ছাড়া বেশি ছুটি নেওয়ার বিষয় উল্লেখ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমার সততা ও পেশাদারত্ব নিয়ে যে অভিযোগ করেছে, সেটা তুলে ধরতেই আমি এ চিঠি লিখছি। এই অসংগতিপূর্ণ বক্তব্যের জবাব না দিয়ে আমি পারি না। আমি বিশ্বাস করি, এর ব্যাখ্যা দেওয়াটা জরুরি। এই অভিযোগগুলো ঘিরে আমার দৃষ্টিভঙ্গি অনুসারে ঘটনাগুলো স্পষ্ট করা এবং আমার বক্তব্য উপস্থাপন করা অপরিহার্য।

0 Comments

Your Comment