এখনই টাইগারদের টেস্ট ক্রিকেটে জায়গা পাচ্ছেন না লেগ স্পিনার রিশাদ হোসেন। সেই কথাই জানালেন টাইগার ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। বর্তমানে পাকিস্তানের সাথে দুই ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। এ লক্ষ্যে হাই পারফরম্যান্স বিভাগের একটা দল চার দিনের ম্যাচ খেলতে অস্ট্রেলিয়ায় গেছে। চট্টগ্রামে চলছে ‘টাইগার্স’ ক্রিকেটারদের অনুশীলন। বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, টেস্টে এখনই রিশাদের সম্ভাবনা তিনি দেখেন না। তিনি আরও বলেন, ‘আমার যতটুকু মনে হয়…আমার মনে হয় না এই মুহূর্তে ও (রিশাদ) লাল বলের জন্য পুরোপুরি প্রস্তুত।’ রিশাদের ভালো করায় পেছনের কারণ জানিয়েছেন শান্ত। বলেছেন, ‘খুবই ভালো কাজ করেছেন মুশতাক। রিশাদসহ অন্য স্পিনাররাও ওনার সঙ্গে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পেরেছে। তবে আমি শুধু মুশতাক আহমেদকেই কৃতিত্ব দিতে চাই না। রিশাদ কিন্তু তারও আগে থেকে আমাদের স্থানীয় কোচদের কাছে কোচিং নিচ্ছিল।’ পাকিস্তানের বিপক্ষে আসন্ন দুই টেস্টের সিরিজটা নাজমুলের দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ। এই সিরিজ দিয়েই টেস্ট ক্রিকেটটা আবার ভালোভাবে শুরু করতে চান বাংলাদেশ অধিনায়ক, ‘সিরিজের আগে সবাই প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পাচ্ছে। আশা করি ভালোই হবে।’
0 Comments
Your Comment