রেকর্ড গড়া ইনিংস খেলে র‍্যাঙ্কিংয়ে বড় লাফ সৌম্যের

নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজে রেকর্ড গড়া ইনিংস খেলে র‍্যাঙ্কিংয়ে স্বীকৃতি পেলেন সৌম্য সরকার। ওয়ানডে ব্যাটিংয়ের তালিকায় বড় লাফ দিলেন বাংলাদেশের বাঁহাতি এই ব্যাটসম্যান। ছেলেদের ক্রিকেটের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ বুধবার (২৭ ডিসেম্বর) প্রকাশ করেছে আইসিসি। সৌম্য ছাড়াও বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে নাজমুল হোসেন শান্ত ও শরিফুল ইসলামের। নেলসনে গত বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১৫১ বলে ১৬৯ রানের ইনিংস খেলেন সৌম্য। এশিয়ান ব্যাটসম্যানদের মধ্যে নিউজিল্যান্ডের মাঠে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। শচীন টেন্ডুলকারের প্রায় দেড় দশক পুরনো রেকর্ড ভাঙেন সৌম্য। ক্রাইস্টচার্চে ২০০৯ সালের মার্চে ১৬৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ভারতীয় ব্যাটিং গ্রেট। সৌম্যর অমন ইনিংসের পরও অবশ্য ম্যাচটি জিততে পারেনি বাংলাদেশ। তবে র‍্যাঙ্কিংয়ে ৫২ ধাপ এগিয়েছেন ৩০ বছর বয়সী ব্যাটসম্যান। এখনও অবশ্য একশর বাইরে তিনি। ৪১৬ রেটিং পয়েন্টে তার অবস্থান ১১১তম। এছাড়া ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৯ ধাপ এগিয়ে উঠেছেন ৪৯ নম্বরে। র‍্যাঙ্কিংয়ে সেরা ত্রিশেও নেই বাংলাদেশের কোনো ব্যাটসম্যান। ৫৯৪ রেটিং পয়েন্ট নিয়ে ৩৩ নম্বরে মুশফিকুর রহিম। ৮২৪ রেটিং পয়েন্টে শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছেন বাবর আজম। দুইয়ে থাকা শুবমান গিল তার চেয়ে ২৩ পয়েন্ট পিছিয়ে।

0 Comments

Your Comment