র‍্যাঙ্কিংয়ে তিন টাইগার বোলারের উন্নতি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। উইন্ডিজের মাটিতে টানা দুই ম্যাচ জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে সফরকারীরা। আর এমন দিনে র‍্যাঙ্কিংয়েও সুখবর পেলেন টাইগার ক্রিকেটাররা। বোলারদের র‍্যাঙ্কিংয়ে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মেহেদী হাসানদের উন্নতি হয়েছে। প্রথম ম্যাচে দুটি উইকেট ঝুলিতে তুলেছিলেন তাসকিন। দ্বিতীয় ম্যাচে শিকার করেছেন তিন উইকেট। এমন পারফরম্যান্সে ক্যারিয়ার সেরা ৬০৮ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি বোলারদের তালিকায় ১৮ নম্বরে উঠেছেন এই টাইগার পেসার। সিরিজে এখন পর্যন্ত অনবদ্য বোলিং করেছেন শেখ মেহেদী। প্রথম ম্যাচে চার উইকেটের পর দ্বিতীয় ম্যাচে তিনি নেন দুটি উইকেট। এবার ৯০ রেটিং পয়েন্ট নিয়ে ১৮ ধাপ এগিয়ে ২৩ নম্বরে উঠে এসেছেন তিনি। অবশ্য অবনমন হয়েছে সিরিজে না থাকা মুস্তাফিজুর রহমানের। দুই ধাপ পিছিয়ে ১৯ নম্বরে নেমে গেছেন এই পেসার। আর তাই বাংলাদেশের বোলারদের মধ্যে শীর্ষস্থানে আছেন কেবল তাসকিনই। ৫৩১ রেটিং পয়েন্ট নিয়ে আগের মতোই ৩৮ নম্বর স্থানেই রয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। এক ধাপ পিছিয়ে ৬১ নম্বরে তানজিম হাসান সাকিব। দারুণ পারফরম্যান্সে র‍্যাঙ্কিংয়ে ৩৮ ধাপ এগিয়ে সাউথ আফ্রিকার কাগিসো রাবাদা ও শ্রীলঙ্কার নুয়ান থুশারার সঙ্গে যৌথভাবে ৪৭তম স্থানে এই সিরিজে তিন উইকেট নেওয়া হাসান মাহমুদ। র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এখনো শীর্ষে তাওহীদ হৃদয়। যদিও এই সিরিজে খেলা হয়নি তার। যার কারণে ছয় ধাপ নেমে ট্রিস্টান স্টাবসের সঙ্গে যৌথভাবে ২৯ নম্বরে আছেন তিনি। সিরিজে এখন পর্যন্ত সেভাবে কিছু না করতে পারা লিটন দাস দুই ধাপ পিছিয়ে আছেন ৪৬ নম্বরে। বাংলাদেশের বিপক্ষে এই সিরিজে দারুণ পারফর্ম করেছেন আকিল হোসেন। দুই ম্যাচে তিনটি উইকেট নিয়েছেন এই স্পিনার। তিন ধাপ এগিয়ে বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন আকিল। পেছনে ফেলেছেন তিনি যথাক্রমে ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার তিন লেগ স্পিনার আদিল রশিদ (দ্বিতীয়), ওয়ানিন্দু হাসারাঙ্গা (তৃতীয়) ও অ্যাডাম জাম্পাকে (চতুর্থ)।

0 Comments

Your Comment