শান্তর সেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে ২০৫ রানে এগিয়ে বাংলাদেশ

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে দারুণ দাপটে খেলেছে টিম টাইগার্স। ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সাময়িক কাপ্তানির ভার পাওয়া নাজমুল হোসেন শান্ত। ১৯৩ বলে ১০৪ রান করে তিনি এখনো অপারজিত আছেন। আর নিজেদের দ্বিতীয় ইনিংসের মাঝপথে নিউজিল্যান্ডের চেয়ে ২০৫ রানে এগিয়ে থেকে তৃতীয় দিন শেষ করেছে টাইগারার। খোয়া গেছে মাত্র তিন উইকেট। দুই ওপেনার ফিরেছিলেন থিতু হওয়ার আগেই। তবে তিনে নামা শান্ত হাল ধরেন। মুমনিুল আর মুশফিকের সাথে জুটি গড়ে তিনি দলেকে নিয়ে যাচ্ছেন শক্ত ভিত্তির দিকে। ৬৮ বলে ৪০ রান করে ফিরেছেন মুমিনুল। তবে ৭১ বলে ৪৩ রান করে অপরাজিত আছেন মুশফিক। নিজেদের প্রথম ইনিংসে ৩১০ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। আর নিজেদের প্রথম ইনিংস নিউজিল্যান্ড শেষ করতে পেরেছিল মাত্র ৭ রানের লিড নিয়ে, ৩১৭ রানে তারাও অলআউট হয়ে যায়।

1 Comments

gExdUvKHRPTMhAC
gExdUvKHRPTMhAC

Web Developer

GmkDJHoaRsyCEUji

Your Comment