শাস্তি পেল সাকিব, দুঃসংবাদ পেল বাংলাদেশও

রাওয়ালপিন্ডি টেস্টে মেজাজ হারিয়ে শাস্তি পেয়েছেন সাকিব আল হাসান। তার ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। পাশাপাশি তার নামের সঙ্গে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। এছাড়া বাংলাদেশ দলকে স্লো ওভার রেটের কারণে শাস্তি দিয়েছে আইসিসি। সোমবার আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, আইসিসি কোড অব কন্ডাক্টের লেভেল ১ লঙ্ঘনের দায়ে সাকিবকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। তার নামের সঙ্গে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। বিবৃতিতে বিশ্ব ক্রিকেট এই নিয়ন্ত্রক সংস্থা উল্লেখ করেছে, পাকিস্তানের দ্বিতীয় ইনিংস চলাকালে ৩৩তম ওভারে বোলিং করতে এসে স্ট্রাইকে থাকা ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের দিকে বল ছুঁড়ে মারেন সাকিব। সেজন্যই তার বিরুদ্ধে এই শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। সাকিব নিজের অপরাধ শিকার করে নেওয়ায় তার বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি। এদিকে, বাংলাদেশ দলকে স্লো ওভার রেটের কারণে শাস্তি দিয়েছে আইসিসি। নির্দিষ্ট সময়ে ৩ ওভার পিছিয়ে ছিল বাংলাদেশ। তাতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ৩ পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে দলের প্রত্যেক সদস্যকে তাদের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে। একই অপরাধে শাস্তি পেয়েছে পাকিস্তান দলও। নির্দিষ্ট সময়ে ৬ ওভার পিছিয়ে ছিল স্বাগতিকরা। তাতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ৬ পয়েন্ট হারিয়েছে পাকিস্তান। সেই সঙ্গে দলের প্রত্যেক সদস্যকে তাদের ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে।

1 Comments

XIGzsLNbxWe
XIGzsLNbxWe

Web Developer

FgohCwykmcDUPpu

Your Comment