নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। প্রথম ওভারেই উইকেট পেয়েছেন অফ স্পিনার মেহেদী হাসান। তিন বলে শূন্য রানে বোল্ড হয়েছেন টিম সেইফার্ট। স্পিনারকে দিয়ে ইনিংস শুরু করিয়েছেন শান্ত, চতুর্থ বলেই সফল হয়েছেন তিনি। এর পরের ওভারে আবারও কিউই শিবিরে আঘাত টাইগারদের। এবার উইকেট পেলেন শরীফুল ইসলাম। অফ স্টাম্পের বাইরের লাইনের লেংথ বলে খোঁচা দিয়েছেন ফিন অ্যালেন, স্লিপে সহজ ক্যাচ নিয়েছেন সৌম্য সরকার। ৮ বলের মধ্যে ২ ওপেনারকে হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। পরের বলে আবারও শরিফুলের আঘাত। এবার গ্লেন ফিলিপসের বিপক্ষে এলবিডব্লিউর রিভিউ। এতে সারা দিয়েছেন আম্পায়ার। ফলে এক বলে শূন্য রানে ফিরতে হয় তাকে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভার দুই বলে তিন উইকেট হারিয়ে ১৯ রান করেছে নিউজিল্যান্ড। এর আগে, নেপিয়ারে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে বাংলাদেশ। প্রতিপক্ষকে নাগালের মধ্যে আটকে ব্যাটিং স্বর্গে রান তাড়া করাটা আদর্শ মনে করছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
0 Comments
Your Comment