ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্কোরবোর্ডে ৬ উইকেটে ১৪৭ রান জড়ো করে বাংলাদেশ। ১৪৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৬১ রানেই ৭ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর ক্যারিবিয়ান অধিনায়ক রভম্যান পাওয়েলের বিধ্বংসী ব্যাটিংয়ে জয় হাতছাড়া হয়ে যাচ্ছিলো বাংলাদেশের। তবে শেষ ওভারে দুই উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ৭ রানের জয় এনে দেন পেসার হাসান মাহমুদ। সোমবার (১৬ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টে টস জিতে টাইগারদের ব্যাটিংয়ে পাঠান ক্যারিবিয়ান অধিনায়ক রভম্যান পাওয়েল। ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ১৫ রানের মধ্যে জোড়া উইকেট হারায় তারা। তানজিদ হাসান তামিম ১১ বলে ৬ রান করে আউট হন। ওয়ানডে সিরিজের মতো প্রথম টি-টোয়েন্টিতেও ব্যর্থ লিটন। ডাক মেরে সাজঘরে ফিরেছেন তিনি। দুইজনকেই আউট করেন আকিল হোসেন। এরপর আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করছেন সৌম্য সরকার। তবে দলীয় ৩০ রানে ১১ বলে ৮ রান করে আউট হন আফিফ। তার বিদায়ের পর জাকের আলিকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়েন সৌম্য। জাকের-সৌম্যের ৫৭ রানের জুটিতে বিপর্যয় সামল দেয় বাংলাদেশ। তবে দলীয় ৮৭ রানে ২৭ বলে ২৭ রান করে আউট হন জাকের। তার বিদায়ের পর দ্রুতই আউট হন সৌম্য। ৩২ বলে ৪৩ রান করেন তিনি। এরপর ক্রিজে এসে মেহেদি হাসানকে সঙ্গে নিয়ে দ্রুত রান তোলার চেষ্টা করেন শামিম পাটোয়ারী। বেশ আগ্রাসী ব্যাটিং করতে থাকেন তিনি। ১৩ বলে ২৭ রান করে আউট হন শামিম। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। ২৪ বলে ২৬ রানে অপরাজিত থাকেন মেহেদি।
0 Comments
Your Comment