শ্রীলঙ্কা সিরিজে ভালো কিছুর প্রত্যাশায় বাংলাদেশ

ছয় বছর আগের কথা, ২০১৮ সাল। শ্রীলঙ্কার স্বাধীনতা দিবস উপলক্ষে তিন জাতির টি-২০ টুর্নামেন্ট আয়োজন করেছিল দেশটির ক্রিকেট বোর্ড। ফাইনাল খেলতে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১২ রান। শেষ দুই বলে প্রয়োজন ৬ রান। ওভারের পঞ্চম বলে ফ্লিক শটে অবিশ্বাস্য ছক্কায় মাহমুদুল্লাহ রিয়াদ অসাধারণ জয় তুলে ফাইনালে নিয়ে যান বাংলাদেশকে। ওই ম্যাচের পর থেকে টেস্ট, ওয়ানডে ও টি-২০- সব ফরম্যাটের ক্রিকেটে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে শীতল লড়াই চলছে। ২০২৩ সালের বিশ্বকাপ ক্রিকেটের গ্রুপ পর্বের লড়াইয়েও এমনটি দেখা গেছে। শ্রীলঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলি ম্যাথিউস ‘টাইমড আউট’ হয়েছিলেন সাকিব আল হাসানের আবেদনে। বাংলাদেশ ও শ্রীলঙ্কার ওই ম্যাচটিই ছিল দুই দলের সর্বশেষ আন্তর্জাতিক লড়াই। দিল্লির ওই ম্যাচের উত্তেজনা নিয়ে দুই দেশ ফের মুখোমুখি হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আজ সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ৩ ম্যাচ টি-২০ সিরিজের প্রথমটি খেলবে আজ সোমবার। ৬ ও ৯ মার্চ বাকি দুটি ম্যাচের ভেন্যুও স্টেডিয়ামটি।

0 Comments

Your Comment