পাঁচ ঘণ্টা দেরিতে শুরু হওয়া কিংস্টন টেস্টের প্রথম দিনে ব্যাটিংটা মনের মতো হয়নি বাংলাদেশের। আর তিন তিনটি ক্যাচ ছাড়ার খেসারত দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। টসে জিতে ব্যাটিং নেওয়া বাংলাদেশ দিনটা শেষ করেছে ৩০ ওভারে ২ উইকেটে ৬৯ রান তুলে। জাকির হাসানের জায়গায় দলে ফিরেই ফিফটি পেয়ে গেছেন সাদমান ইসলাম। বাংলাদেশ ওপেনার প্রথম দিনটা শেষ করেছেন ৫০ রানে অপরাজিত থেকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন টেস্ট খেলে সাদমানের এটি তৃতীয় ফিফটি। ৫৯ রানের তৃতীয় উইকেট জুটিতে তাঁর সঙ্গী শাহাদাত হোসেন দিন শেষে অপরাজিত ১২ রানে। ক্যারিবীয়রা যে তিনটি ক্যাচ ছেড়েছে তিনটিই এই দুজনের। এক সাদমানের ক্যাচই পড়েছে দুবার, শাহাদাত জীবন পেয়েছেন একবার। ব্যাট করতে নেমে বাংলাদেশ প্রথম উইকেটটি হারায় পঞ্চম ওভারের শেষ বলে। ৮ রানে ভাঙে উদ্বোধনী জুটি। ১০ বল পরেই ২ রান যোগ হতেই বিদায় মুমিনুলের। দ্বিতীয় দিন দলকে ভালো একটা সংগ্রহ এনে দিতে সাদমান-শাহাদাতের দিকেই তাকিয়ে থাকবে বাংলাদেশ। সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ১ম ইনিংস: ৩০ ওভারে ৬৯/২ (জয় ৩, সাদমান ৫০*, মুমিনুল ০, শাহাদাত ১২*; রোচ ৭-২-২০-২, সিলস ৭-৫-২-০, শামার জোসেফ ৪-১-১০-০, আলজারি জোসেফ ৪-০-১৩-০, গ্রেভস ৫-১-১১-০, হজ ২-০-৯-০, ক্রেইগ ব্রাফেট ১-০-১-০)
0 Comments
Your Comment