হার্দিক ঝড়ে টাইগারদের ১৯৭ রানের টার্গেট দিল ভারত

শেষ দিকে হার্দিক পান্ডিয়ার ঝোড়ো ব্যাটিংয়ে ৫ উইকেটে হারিয়ে বাংলাদেশকে ১৯৭ রানের বড় লক্ষ্য দিয়েছে ভারত। মারকুটে ব্যাটিং করে ফিফটি তুলে নেন হার্দিক পান্ডিয়া। ২৭ বলে ৫০ রানে (৪ বাউন্ডারি ৩ ছক্কা) অপরাজিত থাকেন তিনি। তার সঙ্গে ৫ বলে ৩ রানে অপরাজিত ছিলেন অক্ষর প্যাটেল। শুরুতে ভারতীয় অধিনায়ককে জাকির আলির হাতের ক্যাচ বানিয়েছিলেন সাকিব আল হাসান। ১১ বলে ২৩ রান করে ফেরত যান রোহিত শর্মা। অফফর্মে থাকা কোহলিও আজ বাংলাদেশের বিপক্ষে জ্বলে উঠেছিলেন। ২৮ বলে ৩৭ রান করার পর তাকে ফেরান বাংলাদেশ পেসার তানজিম হাসান সাকিব। ওই ওভারের তৃতীয় বলেই সূর্যকুমার যাদবকে (২ বলে ৬ রান) ফেরান তানজিম সাকিব। ডানহাতি এই ব্যাটারকে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানান তিনি। রিশাদকে রিভার্স সুইপ করতে গিয়ে তানজিম সাকিবের হাতে ক্যাচ হয়েছিলেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্ত। ২৪ বলে ৩৬ রান করেন তিনি। রিশাদের বলে বোল্ড হওয়ার আগে ২৪ বলে ৩৪ রান করেন শিবম দুবে। বাংলাদেশের হয়ে দুইটি করে উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন। ৩ ওভারে ৩৭ রান দিয়ে সাকিব আল হাসনের শিকার ১ উইকেট।

0 Comments

Your Comment