লো স্কোরিং ম্যাচটা একরকম হেসেখেলেই জিতল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে সাত উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে তাওহীদ হৃদয়-রিজওয়ানরা। ৭৩ রানের টার্গেটে খেলতে নেমে একটু ধাক্কা খেলেও রিজওয়ানে ধীর আর হৃদয়ের ঝোড়ো ব্যাটিংয়ে ৯.২ বলেই লক্ষ্যে পৌঁছে যায় কুমিল্লা। ২৪ বলে ২০ রান করে অপরাজিত ছিলেন রিজওয়ান। আর ১৩ বলে ৩১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন হৃদয়। এই রান তুলতে অবশ্য কুমিল্লার ৩ উইকেট খোয়া গেছে। এর আগে বিপিএলের ১৮তম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বোলারদের সামনেই দাঁড়াতেই পারেনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ব্যাটাররা। মাত্র ১৬.৩ ওভারেই গুটিয়ে গেছে সাগর পাড়ের দলটি। তানভীর ইসলাম, আলিস ইসলাম ও মোস্তাফিজুর রহমানদের দাপটে ৭২ রানেই গুটিয়ে গেছেন তানজিদ হাসানরা। টস জিতে চট্টগ্রামকে ব্যাট করতে পাঠিয়ে ছিল ইমরুল কায়েসের কুমিল্লা। দলটির হয়ে চার উইকেটে নিয়েছেন তানভীর। আর আলিসের শিকার ২।
0 Comments
Your Comment