সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে এখনো আলোচনার রেশ কাটেনি। টাইগারদে পারফর্ম্যান্স নিয়েও সন্তুষ্ট হতে পারছেন না ক্রিকেট ভক্ত ও বিশ্লেষকরা। এবার টি-টোয়েন্টিতে ভালো করতে কার্যকর পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছেন টাইগারদের সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। তিনি ঘরোয়া ক্রিকেট কাঠামোর উন্নতির পরামর্শ দিয়েছেন তিনি। সেই সাথে নান্নু পরবর্তী আইসিসি ইভেন্টের কথা মাথায় নিয়ে নির্বাচকদের সাহসী সিদ্ধান্ত নেয়ার পরামর্শও দিয়েছেন তিনি। নান্নু বলেছেন, ‘এই ফরম্যাটের (টি-টোয়েন্টি) জন্য যদি কিছু ক্রিকেটারকে গড়ে তুলতে পারি তাহলে এই ফরম্যাটে ভালো কিছু করা সম্ভব।’ ২০২৬ সালে অনুষ্ঠিত হবে পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ। হাতে পর্যাপ্ত সময় তবে দরকার সঠিক পরিকল্পনা। সেক্ষেত্রে দুই সিনিয়র সাকিব-মাহমুদউল্লাহর ভাগ্য কী হবে? এই প্রশ্নের উত্তরে মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘আমি ১৯৯৯ বিশ্বকাপে সেরা পারফরম্যান্স করে খেলা ছেড়ে দিয়েছি। আমি জানি কতটুকু আগাতে হবে। নির্বাচক প্যানেল এইটা নির্ধারণ করবে কোন খেলোয়াড়কে নিয়ে আগানো যাবে, সামনের দিকে খেলানো যাবে। সবকিছু চিন্তা করে সিদ্ধান্তটা নির্বাচক প্যানেলকেই নিতে হবে।’ হেড কোচ হাথুরুকে ব্যর্থ বলতে নারাজ সাবেক প্রধান নির্বাচক। চ্যাম্পিয়ন ট্রফিতে তার উপর ভরসা রাখছেন মিনহাজুল আবেদীন।
0 Comments
Your Comment