২৭৪ রানে অলআউট পাকিস্তান, মিরাজের পাঁচ উইকেট

রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের পুরোটাই কেড়ে নিয়েছে বৃষ্টি। দ্বিতীয় দিন বল মাঠে গড়ালেও মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে সুবিধা করতে পারেনি পাকিস্তান। মাত্র ২৭৪ রানে অলআউট হয়েছে শান মাসুদের দল। মিরাজ একাই নিয়েছেন পাঁচ উইকেট। পাকিস্তানকে অলআউট করার পর দিনের শেষ বেলায় মাত্র দুই ওভার ব্যাটিংয়ের সুযোগ পেয়েছে বাংলাদেশ। কোনো উইকেট না হারিয়ে সাদমান ইসলাম ও জাকির হাসানের জুটিতে ১০ রান তুলেছে টাইগাররা। শনিবার টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। বাংলাদেশকে ইনিংসের প্রথম ওভারেই সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। ৬ বলে কোনো রান করার আগেই আব্দুল্লাহ শফিককে বোল্ড করেন তিনি। পরে সায়েম আইয়ুব ও শান মাসুদের জুটিতে দারুণভাবে এগিয়ে যাচ্ছিল পাকিস্তান। মধ্যাহ্ন বিরতির আগে ২৫ ওভারে ১ উইকেটে ৯৯ রান তুলেছে স্বাগতিকরা। বিরতি থেকে ফেরার তৃতীয় ওভারে জুটি ভাঙতে পারে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের বলে ৫৭ রানে এলবিডব্লিউ হয়ে যান পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। তার সঙ্গী আইয়ুবকেও ফেরান মিরাজই। তার বলে এগিয়ে এসে খেলতে গিয়ে স্টাম্পিং হন ১১০ বলে ৫৮ রান করা আইয়ুব। পরে বাবর আজম ৩১ রান, সৌদ শাকিল ১৬, রিজওয়ান ২৯ এবং সালমান আগা ৫৪ রান করেন। এ ছাড়া বাকিরা তেমন রান তুলতে পারেনি।

0 Comments

Your Comment