৭ চার, ৬ ছক্কায় তামিমের ব্যাটে এবার ৯১

৭ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে চেনা ছন্দে দেখা মিলছে তামিম ইকবালের। রবিবার (১৫ ডিসেম্বর) জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের খেলায় বাউন্ডারির ডানা মেলে ব্যাট হাতে দ্যুতি ছড়ান। সুযোগ ছিল সেঞ্চুরিরও। ক্যারিয়ারের পঞ্চম টি-টোয়েন্টি সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন বেশ দাপটের সঙ্গেই। কিন্তু তরুণ পেসার মেহেদী হাসানের দারুণ ইনসুইং ইয়র্কার ডেলিভারিতে পরাস্ত হতে হয় তাকে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তামিম ৯১ রানে ব্যাটিং করছিলেন। উইকেট থেকে খানিকটা সরে অফ স্টাম্প আগলে লেগ সাইডে খেলতে চেয়েছিলেন। কিন্তু মেহেদীর বোলিংয়ের উত্তর দিতে পারেননি। ৫৪ বলে ৭ চার ও ৬ ছক্কায় শেষ হয় তার ৯১ রানের ইনিংসটি। জাতীয় লিগ টি-টোয়েন্টিতে এটি তার দ্বিতীয় ফিফটি। প্রথম ম্যাচে রংপুরের বিপক্ষে ১৩ রান করেছিলেন। দ্বিতীয় ম্যাচে সিলেটের বিপক্ষে ৬৫ রান করে ম্যাচ সেরার পুরস্কার পান। শনিবার তৃতীয় রাউন্ডে ঢাকা বিভাগের খেলেন অপরাজিত ২১ রানের ইনিংস। আজ তার ব্যাট থেকে এলো ঝকঝকে ৯১ রান।

0 Comments

Your Comment