অবাক কাণ্ড, মাঠে নামার একদিন আগে স্কোয়াড দিলো শ্রীলঙ্কা!

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামার একদিন আগেই নিজেদের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে মাঠে নামছে শ্রীলঙ্কা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের এক দিন আগে আজ সিরিজের দল ঘোষণা করল শ্রীলঙ্কা। কুশল মেন্ডিসকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল দিয়েছে শ্রীলঙ্কা। এতো পরে এসে দল ঘোষণা বিস্মিত করার মতো। যদিও লঙ্কানদের দল তৈরিই ছিলো একরকম। সিরিজের জন্যই স্বাভাবিকভাবেই চট্টগ্রামে অনুশীলন করেছে। এমনকি আনুষ্ঠানিকভাবে যে দল ঘোষণা করা হয়নি, তা লঙ্কান প্রধান কোচ ক্রিস সিলভারউডও নাকি জানতেন না। সংবাদ সম্মেলনে প্রশ্নে তাই ভড়কে গেলেন। বিব্রত মুখে তিনি বলেন, এ বিষয়ে আমার কোনো ধারণা নেই। প্রেস রিলিজ দেওয়া তো আমার কাজ নয়। দুর্ভাগ্যজনক, উত্তরটা দিতে পারছি না। শ্রীলঙ্কা ওয়ানডে স্কোয়াড : কুশল মেন্ডিস (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা, পাথুম নিশাঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, দুনিথ ভেল্লালাগে, আকিলা ধনাঞ্জয়া, চামিকা করুণারত্নে, দিলশান মাদুশঙ্কা, প্রমোদ মাদুশান, লাহিরু কুমারা, জানিথ লিয়ানাগে, সাহান আরাচিগে।

1 Comments

WoytfpubChZ
WoytfpubChZ

Web Developer

NPBtzAMEHjXwiQqY

Your Comment