শেখ হাসিনার পতনের পর দাবি উঠেছে দেশের ক্রীড়াঙ্গন ঢেলে সাজানোর। সেই সঙ্গে দাবি উঠেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গুরুত্বপূর্ণ চেয়ার আগলে রাখা কাজী সালাউদ্দিন ও নারী ফুটবলের প্রধান মাহফুজা আক্তার কিরণের পদত্যাগের। সেই দাবিতেই শনিবার বাফুফে ভবনের সামনে হাজির হয়ে স্লোগান দিয়েছেন সাবেক নারী ফুটবল দলের অধিনায়ক ডালিয়া আক্তার। বাংলাদেশ মহিলা ফুটবল খেলোয়াড় কর্মকর্তাবৃন্দের ব্যানারে এই আন্দোলনে যোগ দেন অনেক নারী। বহুদিন ধরেই তাদের পদত্যাগের দাবি জানিয়ে আসছিল বিভিন্ন সংগঠনগুলো। পরে সরকার পতনের পর পদত্যাগ করেন বাফুফের সহ-সভাপতি সালাম মুর্শেদী। তখন ভাবা হচ্ছিল কাজী সালাউদ্দিন ও মাহফুজা আক্তার কিরণও হাঁটতে পারেন একই পথে। তবে সেটি যে হচ্ছে না তা স্পষ্ট করে জানিয়ে দেন কাজী সালাউদ্দিন। তার এমন ঘোষণার পর ফের আন্দোলনে নেমেছে নারী ফুটবলাররা।
0 Comments
Your Comment