কোটা আন্দোলন : দেশের পরিস্থিতি নিয়ে যা বললেন তামিম, মাহমুদউল্লাহ

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে দেশব্যাপী চরম অস্থিরতা বিরাজ করছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে এখন পর্যন্ত ৬ জনের নিহতের খবর পাওয়া গেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ দেশজুড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা জানিয়ে পাশে দাঁড়াচ্ছেন অনেকেই। এবার সেই দলে যোগ দিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। বুধবার সন্ধ্যায় তামিম ইকবাল লেখেন, 'আপনারা জানেন, বড় ভাইয়ের অসুস্থতায় আমার পরিবারের একটা কঠিন সময় যাচ্ছে। আমিও দেশের বাইরেই আছি। তবে দেশে যা হচ্ছে, তা জেনে মনটা আরও অস্থির হয়ে উঠেছে। কোনও রক্তপাত, কোনও মৃত্যুই কাম্য নয়। তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাই কোনো সংঘাত নয়, আলোচনায় সমাধান হোক। এই অস্থিরতা দ্রুত কেটে যাক। দেশ ও দেশের মানুষ ভালো থাকুক।' রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে কোটা আন্দোলন নিয়ে মুখ খুলেন মাহমুদউল্লাহ। সেই পোস্টে মাহমুদউল্লাহ লেখেন, 'আসসালামু আলাইকুম। বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়। কারণ প্রতিটি ছাত্রছাত্রীর জীবন অমূল্য। ব্যক্তিগতভাবে আমি এই পরিস্থিতির দ্রুত সমাধান আশা করছি। আল্লাহ সবাইকে নিরাপদ রাখুন। আমিন।' মাহমুদউল্লাহ ছাড়াও এ দিন পোস্ট শেয়ার করেছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। তিনি লিখেছেন, 'শিক্ষাঙ্গনে চাই না সংঘাত, আর যেন না হয় রক্তপাত। কোনও মৃত্যুই কাম্য নয়, যে কোনও উপায়েই এই রক্তপাত বন্ধ হোক। আসুক শান্তি। আমরা সবাই মিলে আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব।'

0 Comments

Your Comment