টি-টোয়েন্টি সিরিজ: দলের লক্ষ্য নিয়ে যা বললেন শান্ত

নেপিয়ারে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বুধবার দুপুর সোয়া ১২টায় মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। অতীতে নিউজিল্যান্ডের মাঠে ১১টি টি-টোয়েন্টি খেলে একটিতেও জয় পায়নি বাংলাদেশ। প্রথম জয়ের লক্ষ্যেই আজ বুধবার শুরু করবে টাইগাররা। সিরিজ শুরুর আগের দিন মঙ্গলবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, সবাই একসঙ্গে দলগতভাবে খেলা খুবই গুরুত্বপূর্ণ। অতিরিক্ত কোনো কিছু আশা করি না। লক্ষ্য অনুযায়ী খেলার চেষ্টা করব। সবাই সেটা করার জন্য প্রস্তুত। শান্ত আরও বলেন, খুব ভালো একটা সুযোগ, সবাই অনেক রোমাঞ্চিত এই সিরিজটা খেলার জন্য। দল হিসেবে খুব ভালো প্রস্তুতি হয়েছে। টি-টোয়েন্টির কিছু খেলোয়াড় আগেই এসেছে, প্রস্তুতিও নিয়েছে। আশা করছি সবাই আগামীকাল (বুধবার) একসঙ্গে খুব ভালো একটা ম্যাচই খেলব। জাতীয় দলের এই তারকা ব্যাটসম্যান আরও বলেন, এখানে পেস বোলারদের তো বাড়তি সুবিধা থাকেই। তারপরও ভিন্ন সংস্করণে খেলা। পেস, স্পিন দুই বিভাগেই আশা করছি তারা দলের জন্য ভালো কিছু করার চেষ্টা করবে।

0 Comments

Your Comment