অনূর্ধ্ব-২১ নারী এশিয়া কাপে বাংলাদেশ নারী দল প্রথম দুই ম্যাচে বড় ব্যবধানে হেরেছিল। মঙ্গলবার (১০ ডিসেম্বর) ওমানের রাজধানী মাসকাটে অনুষ্ঠিত গ্রুপের তৃতীয় ম্যাচে বাংলাদেশ ১-২ গোলে থাইল্যান্ডের কাছে হেরেছে। গ্রুপের শেষ ম্যাচে আগামীকাল মালয়েশিয়ার বিপক্ষে খেলবেন অর্পিতা পালরা। চলতি বছরের জুনে সিঙ্গাপুরে এএইচএফ কাপ অ-২১ টুর্নামেন্টে থাইল্যান্ডকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ওই ম্যাচে বাংলাদেশ জিতেছিল ৫-৪ গোলে। আজ যুব এশিয়া কাপে ওমানে সেই থাইল্যান্ডের বিপক্ষেই তারা ১-২ গোলে হারল। জুনে এএইচএফ কাপে শীর্ষ চার দলের মধ্যে থাকায় বাংলাদেশ নারী দল ওমানে যুব নারী এশিয়া কাপ খেলার সুযোগ পায়।
0 Comments
Your Comment