অনূর্ধ্ব-২০ নারী সাফে ভারতের সঙ্গে যৌথভাবে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। প্রতিযোগিতার আরও একটি আসর বসার কথা বাংলাদেশে। তবে পরিবর্তন হতে পারে টুর্নামেন্টের দিন তারিখ। আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ওই টুর্নামেন্টের দিন তারিখও ঠিক করা হয়েছিল। তবে সাফের পক্ষ থেকে জানানো হয়েছে পরিবর্তন হতে পারে টুর্নামেন্টের দিন তারিখ। মূলত এএফসি তাদের ক্যালেন্ডার পরিবর্তন করায় এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানিয়েছেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। তিনি বলেন, ‘আমরা নতুন করে ক্যালেন্ডার সাজানোর চেষ্টা করছি। যেহেতু এএফসি তাদের ক্যালেন্ডার তাদের পরিবর্তন করেছে। এ কারণেই আমরা সাফের দিন তারিখ ঠিক করতে পারছি না। আপাতত তাই স্থগিত করা হচ্ছে।’ মেয়েদের অনূর্ধ্ব-২০ সাফ গত আসর অনুষ্ঠিত হয়েছিল কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে। আসন্ন সাফের জন্য বঙ্গবন্ধু স্টেডিয়ামকে চেয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যদিও স্টেডিয়ামের সংস্কা কাজ শেষ হয়নি পুরোপুরি। জানা গেছে, আগামী বছরের মে-জুনের আগে ফ্লাড লাইট বসানো যাচ্ছে না। সেক্ষেত্রে টুর্নামেন্ট বাংলাদেশ থেকে সরে যাবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
0 Comments
Your Comment