প্রথম প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে শুরুতেই গোল হজম করলেও সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে বড় জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। বুধবার থিম্পু জাতীয় স্টেডিয়ামে ভুটানকে ১-৫ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। এর আগে খেলা শুরুর ১৩ মিনিটে রক্ষণভাগের ভুলে গোল খেয়ে বসে বাংলাদেশ। গোলরক্ষক রুপনা চাকমার ছোট পাস শিউলি আজিম ক্লিয়ারের চেষ্টা করেও ব্যর্থ হন। সেই বল ধরে দারুণ ফিনিশিং করেন ভুটানি অধিনায়ক পেমা চোদেন শেরিং। এরপর ইয়েশে বিধার প্রচেষ্টা ক্রসবারে লাগে ফিরে এলে ব্যবধান বাড়েনি স্বাগতিকদের। মধ্য বিরতি থেকে ফিরে আট মিনিটের ঝড়ে ভুটানকে কোণঠাসা করে ফেলে বাংলাদেশ। ৪৮ মিনিটে সুরভী আকন্দ প্রীতি এনে দেন সমতা ফেরানো গোল। পাঁচ মিনিট পর ব্যবধানও বাড়িয়ে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। ছয় গজ বক্সে সাগরিকার ক্রস পেয়ে অনায়াসে জালে পাঠান অধিনায়ক সাবিনা খাতুন। একটু পরই ভুটানের জালে আবার বল পাঠায় পিটার বাটলারের শিষ্যরা। বক্সে ঢুকে বা পায়ের শটে দূরের পোস্টে লক্ষ্যভেদ করেন ঋতুপর্ণা চাকমা। শেষ দিকে ভুটানের জালে দুইবার বল পাঠান সাগরিকা।
0 Comments
Your Comment