বসুন্ধরা কিংসের ট্রেবল জয়

ম্যাচ শেষের বাঁশিতে ফুঁ দিলেন রেফারি। আগে থেকেই প্রস্তুত বসুন্ধরা কিংসের ফুটবলার, কোচিং স্টাফ ও কর্মকর্তারা। বাঁশি বাজতেই উৎসবে মেতে ওঠেন। কিছু সময় পর পরাজিত, ক্লান্ত-শ্রান্ত মোহামেডানের ফুটবলারদের কাছে গেলেন চ্যাম্পিয়ন কিংসের কোচ অস্কার ব্রুজোন। তাদের সঙ্গে হাত মিলিয়ে সান্ত্বনা দিলেন। তারপর উত্তর গ্যালারিতে অবস্থানরত সমর্থকদের কাছে সদলবলে ছুটে গেলেন অস্কার। তাদের অভিবাদনের জবাব দিলেন হাত নেড়ে নেড়ে। এদিকে ট্রফির মঞ্চ সাজিয়ে তোলা হলো। বসুন্ধরা কিংসের সবার গায়ে উঠল ‘ট্রেবল কমপ্লিট’ লেখা সবুজ রঙা জার্সি। উৎসবে-উল্লাসে মেতে উঠল পুরো দল। এবিজি বসুন্ধরা ফেডারেশন কাপের ফাইনালে মোহামেডানকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হলো বসুন্ধরা কিংস। ১১ দিনের ব্যবধানে একই মাঠে একই দলকে হারিয়ে দুটি ট্রফি নিশ্চিত করল দলটা। ১১ মে ময়মনসিংহেই মোহামেডানকে হারিয়ে লিগ শিরোপা নিশ্চিত করেছিল অস্কার ব্রুজোনের দল। প্রচ- রোদ। গাছের পাতা নড়ার নাম নেই। অসহনীয় গরমে বসে থাকাই দায়। দরদরিয়ে ঘাম ঝরে পড়ে। এই পরিস্থিতিতে দৌড়ানোর কথা সাধারণ মানুষের কাছে চিন্তা করাও কঠিন। বসুন্ধরা কিংস ও মোহামেডানের ফুটবলাররা ময়মনসিংহের রফিকউদ্দিন ভূইয়া স্টেডিয়ামের উত্তপ্ত মাঠে জ্যৈষ্ঠের গরম সহ্য করেই খেললেন। রেফারি মাঝে মধ্যেই দিলেন কুলিং ব্রেক। মিনিট খানেক শরীর জুড়িয়েই ফের ফুটবল নিয়ে যুদ্ধ। সেই যুদ্ধটা হলো সেয়ানে-সেয়ানে।

0 Comments

Your Comment