শরীফুল না থাকলে বোলিং বিভাগের জন্য বড় ক্ষতি

বল হাতে ছন্দে থাকা পেসার শরীফুল ইসলামকে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে চোটের কারণে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। তবে শরীফুল না থাকলে বোলিং বিভাগের জন্য তা বড় ক্ষতি বলে মনে করেন চোট থেকে ফেরা আরেক পেসার তাসকিন আহমেদ। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে শেষ ওভারটি করার সময় হার্দিক পান্ডিয়ার শট ঠেকাতে গিয়ে হাতে চোট পান শরীফুল। এরপর আর বোলিং করতে পারেননি ৩.৫ ওভারে ২৬ রানে ১ উইকেট নেওয়া এই বাঁহাতি পেসার। তার হাতে পড়েছে ৬টি সেলাই। সংবাদকর্মীদের তাসকিন বলেছেন, শরীফুলের বিষয়টি দুর্ভাগ্যজনক। মাত্র একটা বল বাকি ছিল। তখন (বল) হাতে লেগে হাত ফেটে গেছে। ওর ব্যাপারটা এখন বলা কঠিন। আশা করছি ও সুস্থ হয়ে উঠবে। তিনি আরও বলেন, শরীফুল যদি না খেলতে পারে, তাহলে এটা আমাদের বোলিং আক্রমণের জন্য বড় ক্ষতি। তবে বাকিরা প্রস্তুত। আমরা মোটামুটি সবাই ভালো ছন্দে আছি। যদি আমিও না খেলতে পারি, বাকি যারা আছে তারাও প্রস্তুত। আশা করছি যারাই খেলবে সেরাটা দিতে পারলে যথেষ্ট হবে।

0 Comments

Your Comment