হকির বিশ্বকাপে এক পা বাংলাদেশের

যুব হকির বিশ্বকাপে এক পা দিয়ে রাখল বাংলাদেশ। অনূর্ধ্ব-২৩ এশিয়া কাপের গ্রুপ ‘বি’ শেষ ম্যাচে চীনের সঙ্গে ১-১ গোলে ড্র করে পথটা সহজ করে ফেলল লাল সবুজের দল। আগামীকাল স্থান নির্ধারণী কোয়ালিফায়ার ম্যাচে থাইল্যান্ডকে হারালেই হকির যে কোনো আসরে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। টুর্নামেন্টের শীর্ষ ছয় দল আগামী বছর ভারতে অনুষ্ঠেয় যুব বিশ্বকাপে খেলবে। পথটি সহজ করতে গতকালকের ম্যাচটি ছিল অলিখিত ফাইনাল। চীন জিতে গেলে স্বপ্ন অনেকটা ম্লান হয়ে যেত। তখন চীনই গ্রুপে তৃতীয় হয়ে থাইল্যান্ডের বিপক্ষে লড়ত। অন্যদিকে বাংলাদেশের যুবাদের খেলতে হতো ‘এ’ গ্রুপের তৃতীয় স্থানে থাকা দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। প্রতিপক্ষ হকির বিশ্বকাপে এক পা বাংলাদেশেরদারুণ শক্তিশালী বলেই বাংলাদেশের হেরে বিশ্বকাপ থেকে বাদ পড়ার শঙ্কা ছিল। সব শঙ্কাকে দূর করে বাংলাদেশ এখন নিরাপদ স্থানে। থাইল্যান্ড অপেক্ষাকৃত দুর্বল বলেই সেই ম্যাচে বাংলাদেশের জেতার সম্ভাবনা বেশি। জিতলেই শীর্ষে ছয়ে জায়গা করে নিয়ে স্বপ্নের বিশ্বকাপে খেলবেন মেহেদীরা। তবে শতভাগ নিশ্চিত নয়, থাইল্যান্ডও ইতিহাস গড়তে মরিয়া হয়ে লড়বে। সে ক্ষেত্রে ম্যাচে কী ঘটে তার জন্য অপেক্ষা করতে হবে। ওমানের মাসকটে অনুষ্ঠিত বাংলাদেশ ও চীনের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়। চার কোয়ার্টারে ম্যাচে কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। প্রথম দুই কোয়ার্টারে ম্যাচ ছিল গোলশূন্য। প্রথম কোয়ার্টারে শুরুতে পেনাল্টি কর্নার পেয়েও বাংলাদেশ কাজে লাগাতে পারেনি। তৃতীয় কোয়ার্টারে খেলার ধারা বিপরীতে দুর্দান্ত ফিল্ড গোল করে বাংলাদেশকে এগিয়ে রাখেন মোহাম্মদ আলী। সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে চীন। টানা চার পেনাল্টি কর্নারের শেষটি জালে বল পাঠান চীনের ওয়াংইবো। চতুর্থ কোয়ার্টারের শেষের দিকে এসে পেনাল্টি স্ট্রোক পেয়েও গোল করতে পারেনি বাংলাদেশ। আমিরুল ইসলাম গোলরক্ষকের ডান দিক দিয়ে বাইরে বল মারেন। চীন পেনাল্টি কর্নার থেকে গোল করলেও আম্পায়ারা তা বাতিল করে দিলে উৎসবে মেতে ওঠে বাংলাদেশের খেলোয়াড়রা। চার ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে বাংলাদেশের অবস্থান তিনে।

0 Comments

Your Comment