১০ জনের কম্বোডিয়ার কাছে হারল বাংলাদেশ

এএফসি অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের বাছাইপর্বের বাংলাদেশের শুরু হলো হার দিয়ে। ম্যাচের অর্ধেকের বেশি সময় ১০ জন নিয়ে খেলেও বাংলাদেশকে ১-০ গোলে হারিয়েছে স্বাগতিক কম্বোডিয়া। এই ম্যাচে অভিষেক হয়েছে অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা আরহাম ইসালামের। নমপেনে অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের ২৫ মিনিটেই বড় ধাক্কা খায় স্বাগতিকরা। আরহাম ইসলামকে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ভিসাল কিয়া। দুবারই তিনি ফাউল করেন আরহামকে। একজন বেশি নিয়ে খেলে কম্বোডিয়ার অর্ধে একের পর এক আক্রমণ করে বাংলাদেশ। বেশ কিছু গোলের সুযোগ তৈরি করলেও জালে বল জড়াতে পারেনি। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ। আরও কোণঠাসা হয়ে পরে কম্বোডিয়া। তবে বক্সে গিয়ে এলোমেলো হয়ে যাচ্ছিল বাংলাদেশের আক্রমণ। দ্বিতীয়ার্ধে একটি সুযোগ তৈরি করেই তা গোলে রূপান্তরিত করে স্বাগতিকরা। ৮৫ মিনিটে নিচু কোনা দিয়ে গোল করে দলকে জয় এনে দেন ডারো থাচ। গোল হজম করে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। তবে শেষ হাসি হেসেছে স্বাগতিকরাই।

0 Comments

Your Comment