আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে আজ শেষ দিনের মতো আগামী ৯ এপ্রিলের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করেছে বাংলাদেশ রেলওয়ে। সকাল ৮টায় টিকিট বিক্রি শুরুর পর থেকে ১০ ঘণ্টায় সারাদেশে সাড়ে ৫৬ হাজারের বেশি আসন বিক্রি হয়েছে। শনিবার (৩০ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ রেলওয়ের টিকিট বিক্রির সহযোগী প্রতিষ্ঠান সহজ-সিনেসিস-ভিনসেন জেভির একটি দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১০ ঘণ্টায় সারাদেশে আন্তঃনগর ট্রেনের ৫৬ হাজার ৭২৮টি আসন বিক্রি হয়েছে। এছাড়া শুধু ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যের ২৯ হাজার ৬০৭টি আসন বিক্রি হয়েছে। এদিকে ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ১০, ১১ ও ১২ এপ্রিলের আসন বিক্রয় করা হবে।
0 Comments
Your Comment