বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহকে জিম্মি করার সপ্তাহ পার হলেও মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করেনি সোমালিয়ান জলদস্যুরা। এতে জিম্মি উদ্ধারের জন্য অপেক্ষা বাড়ছে। তবে দস্যুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছে জাহাজের মালিকপক্ষ কবির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠান এসআর শিপিং করপোরেশন। শান্তিপূর্ণ পন্থায় দ্রুত সময়ের মধ্যে জিম্মি ২৩ নাবিক ও জাহাজটি উদ্ধারে লন্ডন ভিত্তিক লবিস্ট সংস্থা এবং সোমালিয়ান ভিত্তিক কয়েকটি সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে প্রতিষ্ঠানটি। কবির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেছেন, নাবিক ও জাহাজ মুক্ত করতে আমরা কাজ করছি। বিদেশি লবিস্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে সুখবর দিতে পারব। তিনি বলেন, দস্যুরা এখনো কোনো ফোন করেনি। তবে নাবিকদের সবাই সুস্থ আছেন। তাদের সঙ্গে আমাদের ও তাদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে।
0 Comments
Your Comment