আচরণবিধি লঙ্ঘনের দায়ে জাতীয় পার্টির সাবেক এমপি ইয়াহইয়াকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে সিলেট-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী, সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরীকে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে তাকে রবিবার সকালে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে সশরীরে উপস্থিত হয়ে শোকজের জবাব দিতে বলা হয়েছে। শনিবার নির্বাচনী এলাকা ২৩০ এর (সিলেট-২ আসন) নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোস্তাইন বিল্লাহর পাঠানো চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠি সূত্রে জানা গেছে, গত ৩০ নভেম্বর সিলেট জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করার সময় মিছিল সহকারে প্রবেশ করেন ইয়াহইয়া। এটা ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮’ এর বিধি ৮(খ) এর লঙ্ঘন। এই পরিস্থিতিতে ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮’ এর বিধি ৮(খ) এর লঙ্ঘনের দায়ে কেন তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না, তা ৩ ডিসেম্বর সকাল ১১টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

0 Comments

Your Comment