অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রবীণ আইনজীবী এ এফ হাসান আরিফ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। গতকাল বিকালে খাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাঁকে ল্যাবএইড হাসপাতালে নিয়ে যান। পরীক্ষানিরীক্ষা শেষে বিকাল ৩টা ৩৫ মিনিটে ডাক্তার মৃত ঘোষণা করেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়। এ এফ হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বিকালে দুবাই থেকে ঢাকায় অবতরণের পরপরই হাসান আরিফের মৃত্যুর খবর জানতে পারেন প্রধান উপদেষ্টা। প্রয়াত উপদেষ্টাকে শেষশ্রদ্ধা জানাতে বিমানবন্দর থেকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ছুটে যান ড. ইউনূস। এছাড়া হাসপাতালে ছুটে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অনেক উপদেষ্টা ও রাজনৈতিক ব্যক্তি, আইনজীবীসহ অনেকে। প্রধান উপদেষ্টা ছাড়াও উপদেষ্টাগণ, রাজনৈতিক দল, বিভিন্ন ব্যক্তি ও আইনজীবীরা গভীর শোক জানিয়েছেন। উপদেষ্টার স্বজনরা বলেছেন, হাসান আরিফ ভাত খাচ্ছিলেন, ওই অবস্থায় পড়ে যান। হাসপাতালে নেওয়া হলে পরীক্ষানিরীক্ষার পর ৩টা ৩৫ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করা হয়। আসলে তাঁকে মৃত অবস্থায়ই পাওয়া যায়। তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল। অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ, আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রীদ চাকমা, ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন, নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন, পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, গৃহায়ণ ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহদিউদ্দিন মাহমুদ, বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডা. শফিকুর রহমানসহ অনেকেই।
0 Comments
Your Comment