মানিকগঞ্জ-৩ আসনে ভোটকেন্দ্রে এজেন্ট ছাড়াই সংসদ নির্বাচন করলেন বিএনএমের প্রার্থী এ খালেক দেওয়ান। খালেক দেওয়ান বিএনএমের দলীয় প্রতীক নোঙ্গর নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি বিএনএমের মানিকগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক। দেওয়ান খালেক বলেন, কোন কেন্দ্রেই আমার এজেন্ট ছিল না। নির্বাচনে আমি ৪৭১ ভোট পেয়েছি। প্রাপ্ত ভোটে আমি সন্তুষ্ট। তবে আরো সময় পেলে হয়তো পাঁচশ ভোট পেতাম। আমাদের দল নতুন আমিও নতুন। আগামীতে আমাদের অবস্থা ভাল হবে।
0 Comments
Your Comment