গোপালগঞ্জে বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কম

যষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে গোপালগঞ্জের তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে চলছে। জেলার গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলায় চেয়ারম্যান পদে ১৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিন উপজেলার ২২৭ টি কেন্দ্রে আজ বুধবার সকাল ৮ থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে একটানা বিকেল ৪ টা পর্যন্ত। এ তিন উপজেলায় ৫ লাখ ৮৮ হাজার ৪২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৪৮২ জন, নারী ভোটার ২ লাখ ৮৭ হাজার ৯৪২ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৫ জন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি, র‌্যাব, পুলিশসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা বিভিন্ন কেন্দ্রে টহল দিচ্ছেন। সকালে বৃষ্টির কারণে সব কেন্দ্রেই ভোটারের উপস্থিতি কম দেখা গেছে। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে শুরু করেছে।

0 Comments

Your Comment