ঘন কুয়াশার কারণে শাহজালাল বিমানবন্দরগামী আন্তর্জাতিক ৩টি ফ্লাইট ডায়ভার্ট হয়ে চট্টগ্রাম শাহ আমানত, কলকাতা ও মুম্বাই বিমানবন্দরে অবতরণ করেছে। এ কারণে ১২টি ফ্লাইটের শিডিউল বিপর্যয় হয়েছে। এছাড়া তিনটি আন্তর্জাতিক ফ্লাইট শাহজালাল বিমানবন্দর থেকে দেরিতে ছেড়েছে। আন্তর্জাতিক ফ্লাইটরাডার পোর্টালের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রিয়াদ থেকে আসা সাউদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইট দিবাগত রাত দুইটা ১০ মিনিটে শাহজালাল বিমানবন্দরে অবতরণের শিডিউল ছিল। কিন্তু ঘন কুয়াশার কারণে পরে এটি অবতরণ করে ভারতের মুম্বাইয়ের মহারাজা বিমানবন্দরে। একই কারণে দিবাগত রাত তিনটার দিকে কুয়েত সিটি থেকে আসা জাজিরা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ভারতের কলকাতায় ও সিঙ্গাপুর থেকে আসা ইউএস-বাংলার একটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এদিকে ঘন কুয়াশাসহ বিভিন্ন কারণে শাহজালাল বিমানবন্দরগামী ১২ আন্তর্জাতিক ফ্লাইটের শিডিউল বিপর্যয় হয়েছে। বিভিন্ন এয়ারলাইন্সের রিয়াদ, কুয়ালালামপুর, গুয়াংজু, দুবাই, শারজাহ, দোহা, সিঙ্গাপুর, মাসকাট ও কুয়েত সিটি থেকে আসা এসব ফ্লাইট ১-৮ ঘণ্টা পর্যন্ত দেরিতে অবতরণ করে।
0 Comments
Your Comment