সরকারি চাকরিতে কোটা সংস্কার ও শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ছুটির দিনেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আন্দোলনকারীরা। গতকাল পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। রাজশাহীতে রেলপথ অবরোধ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ছাড়া চট্টগ্রামে লংমার্চ ও জাহাঙ্গীরনগরে মশাল মিছিল করেছেন আন্দোলনকারীরা। এদিকে রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল নিয়ে অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে সন্ধ্যা ৬টায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়েন তারা। বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জানান, সরকারি চাকরিতে সব গ্রেডে বিদ্যমান কোটার সংস্কারের এক দফা দাবি এবং দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ ও ছাত্র ধর্মঘট পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল বিকাল ৪টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় লাইব্রেরিতে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। এরপর তারা বড় একটি মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে শাহবাগে অবস্থান নেন। পরে সাড়ে ৬টার দিকে পরবর্তী কর্মসূচি ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়েন আন্দোলনকারীরা। এ সময় শিক্ষার্থীরা ‘বাধা দিলে, বাধবে লড়াই’, ‘হাই কোর্ট না শাহবাগ, শাহবাগ-শাহবাগ’, ‘কোটা নাকি মেধা আগে, জবাব চাই শাহবাগে’, ‘১৮ এর পরিপত্র, বহাল করতে হবে’, ‘সংবিধানের মূলকথা, সুযোগের সমতা’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘কোটা না মেধা, মেধা মেধা’সহ নানা স্লোগান দেন। এ ছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে কোটা আন্দোলনকারীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে স্লোগান দেন তারা। আন্দোলনকারীদের সমন্বয়ক আবদুল কাদের বলেন, গতকাল হাই কোর্ট একটা আংশিক রায় দিয়েছে যে সরকার চাইলে কোটা সংস্কার করে আইন পাস করতে পারে। তাই সরকারকেই এই আইন পাস করতে হবে। বিভিন্ন জায়গায় আমাদের ভাই বোনদের ওপর যে হামলা হয়েছে তার বিচার করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত পিছ পা হব না। পরবর্তী কর্মসূচি ঘোষণা দিয়ে আবু বকর মজুমদার বলেন, শনিবার আমরা সারা দেশের বিশ্ববিদ্যালয় ও জেলার সমন্বয়কারীদের সঙ্গে অনলাইন-অফলাইনে প্রতিনিধি বৈঠক করব। এরপর সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
0 Comments
Your Comment