বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। মঙ্গলবার (২৭ আগস্ট) ফোন করে ড. মুহাম্মদ ইউনূসকে এই অভিনন্দন জানান এরদোয়ান। ফোনালাপে প্রেসিডেন্ট এরদোয়ান বাংলাদেশে বন্যাকবলিত এলাকায় মূল্যবান প্রাণহানির জন্য শোক প্রকাশ করেন। তিনি বলেন, তুরস্ক বন্যাকবলিত মানুষের জন্য মানবিক সহায়তা প্রদান করবে। প্রধান উপদেষ্টা ড. ইউনূস তুরস্কের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি এবং তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান উচ্চ পর্যায়ের জাতিসংঘের জিরো-ওয়েস্ট ফোরামের সদস্য। তিনি তুরস্কের সাথে বাণিজ্য বৃদ্ধির আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের প্রধান খাতে, বিশেষত উৎপাদন খাতে তুর্কি বিনিয়োগ প্রয়োজন, যেখানে তুরস্ক একটি শক্তিশালী বৈশ্বিক ক্ষমতা। প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, তিনি শিগগিরই বাংলাদেশের পুনর্গঠনের প্রচেষ্টায় একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল পাঠাবেন। এসময় তিনি প্রধান উপদেষ্টাকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান। ড. ইউনূস তা গ্রহণ করেন এবং সুবিধাজনক সময়ে দেশটি সফর করবেন বলে জানান। প্রধান উপদেষ্টা তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানকেও বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান, যা তিনিও সাদরে গ্রহণ করেন।
2 Comments
IbKvQtgWXUyYiDus
Web Developer
bzHLVYMiDRkp
Web Developer
Your Comment