ঢাকার যে তিন আসনে নৌকার প্রার্থী হেরেছেন

রবিবার অনুষ্ঠিত হল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, আর শেষ হয় বিকাল ৪টায়। সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোট স্থগিত করা হয়েছে। বাকি আসনগুলোর মধ্যে কেবল ময়মনসিংহ-৩ ছাড়া সব আসনে বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। অনিয়মের কারণে ময়মনসিংহ-৩ আসনের ভোটের ফল ঘোষণা স্থগিত করেছে নির্বাচন কমিশন। ঢাকা জেলার ২০টি আসনের মধ্যে ১৯টিতে নৌকার প্রার্থী দিয়েছিল আওয়ামী লীগ। শুধু মাত্র ঢাকা-১৮ আসনটি জাতীয় পার্টির জন্য ছেড়ে দেয় ক্ষমতাসীন দলটি। তবে জাতীয় পার্টি এই আসনটি স্বতন্ত্র প্রার্থী খসরু চৌধুরীর কাছে হেরেছে। ঢাকায় আওয়ামী লীগের ১৯ আসনের মধ্যে তিনটিতে নৌকার প্রার্থী হেরে গেছেন। তারা সবাই স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন। ঢাকা-৪: এই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সানজিদা খানমকে পরাজিত করে বিজয়ী হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেন। আওলাদ হোসেন মোট ভোট পেয়েছেন ২৪ হাজার ৭৭৫টি। সানজিদা খানম নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২২ হাজার ৫৭৭টি। ঢাকা-৫: এই আসনে (ডেমরার একাংশ-মতিঝিলের একাংশ) আসনে মশিউর রহমান মোল্লা সজল নৌকার প্রার্থী হারুনর রশীদকে (মুন্না) পরাজিত করেছেন। স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের মশিউর রহমান মোল্লা ৫০৬৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নৌকার প্রার্থী হারুনর রশীদ (মুন্না) ৫০৩৩৪ ভোট পেয়েছেন। ঢাকা-১৯: এই আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলাম ৮৪৪১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ আসনে নৌকা প্রতীকের ডা. মো. এনামুর রহমান পেয়েছেন ৫৬৩৬১ ভোট। এক নজরে ঢাকায় আওয়ামী লীগের বিজয়ী প্রার্থীরা ঢাকা-১: সালমান এফ রহমান (আওয়ামী লীগ) ঢাকা-২: কামরুল ইসলাম (আওয়ামী লীগ) ঢাকা-৩: নসরুল হামিদ বিপু (আওয়ামী লীগ) ঢাকা-৬: মোহাম্মদ সাঈদ খোকন (আওয়ামী লীগ) ঢাকা-৭: মোহাম্মদ সোলায়মান সেলিম (আওয়ামী লীগ) ঢাকা-৮: আ ফ ম বাহাউদ্দিন নাছিম (আওয়ামী লীগ) ঢাকা-৯: সাবের হোসেন চৌধুরী (আওয়ামী লীগ) ঢাকা-১০: ফেরদৌস আহমেদ (আওয়ামী লীগ) ঢাকা-১১: ওয়াকিল উদ্দিন (আওয়ামী লীগ) ঢাকা:-১২: আসাদুজ্জামান খাঁন কামাল (আওয়ামী লীগ) ঢাকা-১৩: জাহাঙ্গীর কবির নানক (আওয়ামী লীগ) ঢাকা-১৪: মো. মাইনুল হোসেন খান নিখিল (আওয়ামী লীগ) ঢাকা-১৫: কামাল আহমেদ মজুমদার (আওয়ামী লীগ) ঢাকা-১৬: ইলিয়াস উদ্দিন মোল্লাহ (আওয়ামী লীগ) ঢাকা-১৭: মোহাম্মদ এ আরাফাত (আওয়ামী লীগ) ঢাকা-২০: বেনজীর আহমেদ (আওয়ামী লীগ)

0 Comments

Your Comment