ঢাকা-৪ আসন : শপথ নিতে বাধা নেই আওলাদের

ঢাকা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেনকে শপথ পড়াতে নির্দেশ দিয়েছেন চেম্বার জজ আদালত। হাইকোর্টের আদেশ স্থগিত করে এ আদেশ দেন আদালত। আজ বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। আদালত আদেশে বলেছেন, রিটকারী সানজিদা খানম চাইলে যথাযথ নিয়মে হাইকোর্টে ইলেকশন পিটিশন দাখিল করতে পারবেন। আদালতে আওলাদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান। ইসির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ। সানজিদা খানমের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এবিএম আলতাফ হোসেন, মোতাহার হোসেন সাজু ও আইনজীবী শাহ মঞ্জুরুল হক। এর আগে, গতকাল ঢাকা-৪ আসনের জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল স্থগিত করেন হাইকোর্ট। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেনকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ থেকে বিরত থাকতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়। এদিকে, আজ সকালে ফলাফল স্থগিত করা হাইকোর্টের দেওয়া আদেশ ইস্যুতে চেম্বার জজ আদালতে আবেদন করেন বিজয়ী স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেন। অতঃপর হাইকোর্টের আদেশ স্থগিত করেন এ আদালত। আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

0 Comments

Your Comment