রাজধানীর ঢাকা কলেজের সামনের সড়কে সংঘর্ষের সময় এক যুবক নিহত হয়েছেন। বিকেলে দফায় দফায় সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নামপরিচয় পাওয়া যায়নি। শরিফ ও আকাশ মামুন নামের দুই ব্যক্তি রক্তাক্ত অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। শরিফ ও আকাশ মামুন গণমাধ্যমকে জানান, নিহত যুবক মোটরসাইকেলে ছিলেন। তার পেছনে আরেকজন ছিলেন। তাকে সেখানে মারধর করা হয়। নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। তার পরনে কালো জিন্স ও হালকা পেস্ট রঙের গেঞ্জি আছে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে ঢামেকে দায়িত্বরত ইনসপেক্টর বাচ্চু মিয়া। তিনি বলেন, নিহত যুবকের নামপরিচয় এখন জানা সম্ভব হয়নি। এছাড়া ঢাকার বিভিন্ন জায়গা থেকে আহত শিক্ষার্থীরা চিকিৎসা নিতে আসছেন এখানে।
1 Comments
WkdmKtDvj
Web Developer
Your Comment