ঢাকা দক্ষিণ সিটির ১১ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে নূরের নবী ভূইয়া জয়ী

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) ১১নং ওয়ার্ডের উপনির্বাচনে ‘রেডিও’ প্রতীকে বড় ব্যবধানে জয়লাভ করেছেন কাউন্সিলর প্রার্থী নূরের নবী ভূইয়া রাজু। রাজু পেয়েছেন ৩ হাজার ৩৯৬ ভাট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দী মো. হামিদুল হক পেয়েছেন ১ হাজার ২৩৭ ভোট। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা অন্য ছয় প্রার্থীদের মধ্যে ঠেলাগাড়ি প্রতীকে মো. আব্দুল লতিফ পেয়েছেন ১ হাজার ১১০ ভোট, লাটিম প্রতীকে মেহেদী হাসান পায়েল পেয়েছেন ২০৮ ভোট, এয়ারকন্ডিশনার প্রতীকে জায়েদুজ্জামান পেয়েছেন ১১৪ ভোট। এছাড়া ঝুড়ি প্রতীকে মো. খালেদ পেয়েছেন ১০৩ ভোট এবং ট্রাক্টর প্রতীকে সরকার ফেরদৌস আলম পেয়েছেন ৮৯ ভোট। গত ১৯ আগস্ট ইন্তেকাল করেন এই ওয়ার্ডের কাউন্সিলর মির্জা আসলাম আসিফ। তার মৃত্যুর পর কাউন্সিলর পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

0 Comments

Your Comment