রোহিঙ্গাদের বিরুদ্ধে মাদক মামলা থমকে যাচ্ছে সিমের ভুয়া রেজিস্ট্রেশনে। বাংলাদেশিদের নামে ভুয়া রেজিস্ট্রেশন করা সিম কার্ড দিয়ে রোহিঙ্গারা মাদকের অন্ধকার জগৎ নিয়ন্ত্রণ করলেও আইনি জটিলতায় মাদকের সঙ্গে জব্দ করা মোবাইল ও সিম অন্তর্ভুক্ত করা হয় না জব্দ তালিকায়। ফলে এসব মামলায় আসামি করা যাচ্ছে না মাদকের ক্রেতা-বিক্রেতাদের। তাই রোহিঙ্গাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো চালানের ক্যারিয়ারদের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক জাফর উল্ল্যাহ কাজল বলেন, ‘রোহিঙ্গা মাদক ব্যবসায়ীদের ব্যবহার করা সিম কার্ডগুলো বাংলাদেশিদের নামে রেজিস্ট্রেশন করা। অন্যজনের নামে সিম রেজিস্ট্রেশন করার কারণে মাদক মামলায় তদন্তে ব্যাঘাত ঘটে। এ ছাড়া রোহিঙ্গা ক্যারিয়াররা চালানের ক্রেতা-বিক্রেতাদের বিস্তারিত বলতে পারে না। কিংবা দিতে চায় না। তাই মামলার চার্জশিট ক্যারিয়ারের মধ্যে সীমাবদ্ধ থেকে প্রতিবেদন জমা দিতে হয়।’ কক্সবাজারের পুলিশ সুপার মাহফুজুল ইসলাম বলেন, ‘এ পর্যন্ত ইয়াবাসহ গ্রেফতার রোহিঙ্গাদের কাছ থেকে প্রচুর মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। কিন্তু মোবাইল ফোনে ব্যবহার করা সিমগুলো রেজিস্ট্রেশন ছিল বাংলাদেশি নাগরিকের নামে। তাই বেশির ভাগ মামলায় মাদকের বাহক বা ক্যারিয়ারকে আসামি করে চার্জশিট দেওয়া হয়।’
0 Comments
Your Comment