কেনোভাবেই থামছে না নদীদূষণ। রাজধানী সংলগ্ন নদীগুলোর দূষণের মাত্রা ভয়াবহ। প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য ও দূষিত পানি মিশছে নদীতে। বিভিন্ন কারখানা থেকে এসব বর্জ্যপানি নির্গত হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, নদীগুলোর মধ্যে বুড়িগঙ্গা ধুঁকছে বেশি।
নিয়ন্ত্রক সংস্থাগুলো মাঝে মধ্যে তৎপর হয়ে ওঠে। অভিযানও চালানো হয়। কিন্তু বন্ধ হচ্ছে না দূষণ। নদীর পানি থেকে আসে দুর্গন্ধ। নৌকায় পার হতে হলে নাক চেপে রাখতে হয়। নদীর পাড়েও নেই স্বস্তির বাতাস।
সরেজমিনে দেখা যায়, কলকারখানার বর্জ্যমিশ্রিত পানি সরাসরি পড়ছে বুড়িগঙ্গায়। ছবিটি ফতুল্লার শ্যামপুর থেকে তুলেছেন
0 Comments
Your Comment