দেশব্যাপী বিএনপির ৯ম দফার অবরোধ শুরু

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে বিএনপিসহ সমমনাদের ফের ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। রবিবার ভোর ৬টা থেকে এ অবরোধ শুরু হয়ে মঙ্গলবার (৫ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত চলবে। ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার পর থেকে এ নিয়ে নবম দফায় অবরোধ কর্মসূচি পালন করছে তারা। এরমধ্যে তারা কয়েক দফা হরতালও পালন করেছে। এদিকে শনিবার (২ ডিসেম্বর) রাতে ঢাকার সায়েদাবাদ, গাবতলী, আগারগাঁওয়ে তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। রাজধানীর এসব জায়গাতে অবরোধ শুরুর আগেই বাসে আগুন দেওয়া হয়। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। এর আগে বিকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালনের আহ্বান জানান। তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে বিএনপির ডাকা ফের ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হচ্ছে রবিবার (৩ ডিসেম্বর) সকাল ৬টা থেকে। সারা দেশে রাজপথ-রেলপথ-নৌপথে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে।

0 Comments

Your Comment