স্বতন্ত্র ও বিরোধী প্রার্থীদের বাধা দেওয়ার বিষয়ে দলীয় নেতাকর্মীদের সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা-১৩ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। প্রয়োজনে দলীয়ভাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দিয়েছেন আওয়ামী লীগের নীতি নির্ধারণী ফোরামের এই নেতা। সোমবার ঢাকা-১৩ আসনের মোহাম্মদপুর এলাকার সূচনা কমিউনিটি সেন্টারের সামনে থেকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের গণসংযোগে নেমে গণমাধ্যমে এমন কথা বলেন নানক। আওয়ামী লীগ মনোনীত ঢাকা-১৩ আসনের নৌকার প্রার্থী এ সময় আরো বলেছেন, বিএনপি-অগ্নিসন্ত্রাস করে মানুষের সাংবিধানিক অধিকার নষ্ট করতে পারবে না। গণসংযোগে নেমে ভোটারদের সাড়া দেখে অনুভূতি প্রকাশ করে নানক বলেন, আমি ভোটারদের যে সাড়া পাচ্ছি তাতে আমি আত্মহারা হয়ে গেছি। মানুষের যে আমার প্রতি এতো ভালবাসা এতো স্নেহ, মায়া ও মমতা, তা দেখে আমি ব্যাকুল হয়ে গিয়েছি। এ এলাকার মানুষের কাছে ৫ বছর পর ফিরে এসে আমি যেন আমার মাতৃকূলে ফিরে এসেছি।
0 Comments
Your Comment