গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিজেদের অভিমত জানিয়েছে ভারতীয় নির্বাচন পর্যবেক্ষক দল। তাদের মতে, নির্বাচনে বাংলাদেশের নাগরিকরা শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করেছেন। সোমবার নয়াদিল্লিতে ভারতের নির্বাচন কমিশন থেকে দেওয়া এক প্রেস নোটে এই পর্যবেক্ষণ উঠে এসেছে। নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশ সফরে এসেছিল তিন সদস্যের একটি ভারতীয় পর্যবেক্ষক দল। এতে নেতৃত্ব দেন ভারতের সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার ধর্মেন্দ্র শর্মা। ওই পর্যবেক্ষক দলের অন্য দুই সদস্য হলেন- ভারতীয় নির্বাচন কমিশনের মহাপরিচালক বি নারায়ণ ও মুখ্য সচিব মোহাম্মদ উমর। ভারতীয় পর্যবেক্ষক দলের প্রেস নোটে বলা হয়েছে, “বাংলাদেশের নির্বাচন কমিশনের প্রচেষ্টা এবং নির্বাচনী প্রক্রিয়া পরিচালনার জন্য তারা যে সুবিবেচনাপূর্ণ পরিকল্পনা করেছে, আমরা তার প্রশংসা করছি।” তারা জানান, “আমরা অনেকগুলো ভোটকেন্দ্র পরিদর্শন করেছি এবং সরাসরি ভোটদান প্রক্রিয়া দেখেছি। এসব ভোটকেন্দ্রে আমরা বাংলাদেশের নাগরিকদের শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে দেখেছি।” তারা প্রেস নোটে আরও বলেন, “বাংলাদেশের নির্বাচন কমিশনের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে এবং আমরা সহযোগিতামূলক এই সম্পর্ক অব্যাহত রাখতে আশাবাদী।”
0 Comments
Your Comment