১১ দফা দাবিতে সোমবার মধ্য রাত থেকে নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। নৌযান শ্রমিক ফেডারেশন কেন্দ্রিয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে এই কর্মসূচী প্রত্যাহার করা হয়। এর ফলে বরিশাল নদী বন্দর থেকে দূরপাল্লা ও স্থানীয় রুটের লঞ্চ এবং পন্যবাহি নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। নৌযান শ্রমিক ফেডারেশন বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি মাস্টার শেখ আবুল হাশেম মঙ্গলবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নৌযান শ্রমিকরা কর্মবিরতি আহবানের প্রেক্ষিতে সরকার এবং মালিক পক্ষ সময় চেয়েছে। তাদের আরও সময় দিয়ে সোমবার মধ্য রাত থেকে আহুত অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। অনতি বিলম্বে শ্রমিকদের দাবি বাস্তবায়ন না হলে আবারও কর্মবিরতি সহ কঠোর কর্মসূচী দেয়ার হুশিয়ারি দেন তিনি। বেতন বৃদ্ধি, নিয়োগপত্র, পরিচয়পত্র ও সার্ভিসবুক প্রদান, সামাজিক নিরাপত্তা এবং ভারতগামী জাহাজে ল্যান্ডিং পাশ সহ ১১ দফা দাবিতে গতকাল সোমবার মধ্য রাত থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছিলো নৌযান শ্রমিক ফেডারেশন।
0 Comments
Your Comment