পুলিশ জুলাই-আগস্টের আগে ছিল পুলিশ লীগ: জিএমপি কমিশনার

জুলাই-আগস্টের আগে পুলিশ জনগনের উপকার তো দূরের কথা অপরাধীদের সাথে বন্ধুত্ব করেছিল। পুলিশ তখন পুলিশ ছিল না, ছিল পুলিশ লীগ। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে জয়দেবপুর বাস টার্মিনালে আয়োজিত অংশীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনার ড. মো. নাজমুল করিম খান। তিনি বলেন, এতোদিন আপনারা পুলিশের অত্যাচার, অপরাধীর অত্যাচার সহ্য করেছেন। গায়েবী মামলার মাধ্যমে মানুষকে হয়রানী করা হয়েছে। নির্বিচারে গুলি করেছে, মানুষকে হত্যা করেছে, অতিরিক্ত বল প্রয়োগ করেছে। যারা এটি করেছে তারা অপরাধ করেছে। যার মাধ্যমে পুলিশের ইমেজ নষ্ট হয়েছে। মতবিনিমিয় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিএমপি’র অতিরিক্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, উপ-কমিশনার রিয়াজ উদ্দিন আহম্মেদ, মোহাম্মদ ইব্রাহীম খান, বিএনপি নেতা সাবেক কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, মোফাজ্জল হোসেন, সাইফুল ইসলাম টুটুল, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক ইসহাক টিপু, সাদেকুজ্জামান, সদর থানার ওসি আরিফুর রহমান প্রমুখ।

0 Comments

Your Comment